Bd actress dighi biography of christopher
প্রার্থনা ফারদিন দীঘি
প্রার্থনা ফারদিন দীঘিবাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র।[২] ২০২১ সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান। বর্তমানে দীঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়ছেন।[৩]
অভিনয় জীবন
[সম্পাদনা]দীঘি কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন । চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দীঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]ওয়েব/ওটিটি প্ল্যাটফর্ম
[সম্পাদনা]সাল | নাম | চরিত্র | পরিচালক | সহশিল্পী | প্ল্যাটফর্ম | টীকা |
---|---|---|---|---|---|---|
২০২২ | শেষ চিঠি | তুলি | সুমন ধর | ইয়াশ রোহান | চরকি | ওয়েব ফিল্ম [৮] |
২০২৩ | তাম্মি | তাম্মি | মাহিয়া মাহমুদা | সৌমিক বাগচি, শুভ্র সরখেল, নিজাম তামুর, বিজলী আহমেদ, মাসুম রেজওয়ান | মুক্তির অপেক্ষায় | নির্মানাধীন ওয়েব ফিকশন, একজন নারীর সংগ্রামী জীবনের গল্প-তাম্মি ওয়েব ফিকশনে তুলে ধরা হয়েছে।[৯] তাম্মি প্রযোজনা করেছে সিনেহাট।[১০] |
মার্ডার ৯০[১১] | আবু হায়াত মাহমুদ (পরিচালক) গল্প ভাবনায় রয়েছেন সৈয়দ আশিক রহমান, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন | খাইরুল বাসার, রুনা খান, সাজু খাদেম, শিল্পি সরকার অপু[১২] | আরটিভি প্লাস[১৩] | সময়টা নব্বই দশকের। আর সেই সময়ের নাটকীয়তায় ভরা একটি মার্ডারকে কেন্দ্র করে এবার নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’![১৪] পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই রোমহর্ষক খুনের আসামিকে নানান নাটকীয়তায় খুঁজে বের করা হয়। |
পুরস্কার
[সম্পাদনা]- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- বিসিআরএ অ্যাওয়ার্ড
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০০৭ | শ্রেষ্ঠ শিশুশিল্পী (সমালোচক) | বিজয়ী | [১৬] |